প্রচ্ছদসাহিত্য

একগুচ্ছ কবিতা- তপন মাইতি

আসছি ঈদে 

মিষ্টি নিয়ে যাচ্ছি বাড়ি
রহিম বন্ধুর বাড়ি
খুব করে বলেছে যাবে
নচেৎ করব আড়ি!
প্রাণের বন্ধু রহিম ভাইজান
সুখে দুখে পাশে
আসে কিন্তু আমার বাড়ি
প্রত্যেক পুজোয় আসে।
চাঁদের ভাষা পড়ে বলে
এলো পবিত্র ঈদ
হাসি খুশি কোলাকুলি
সিমুই সানাই সংগীত।

চাঁদ জানে 

জ্যোৎস্না জানে চাঁদের খবর
মাটির খবর বৃষ্টি
সূর্য জানে আলোর খবর
সকল শক্তির সৃষ্টি।
ফুলটি জানে ফাগুন খবর
ভ্রমর ঘুমায় ফুলে
নদী খুশি জোয়ার ভাটা
চাঁদের জলসা খুলে।
তিরিশ দিনের রোজা জানে
পবিত্র ঈদ চাঁদ
খুশির জোয়ার এল মনে
আসন্ন খুশির রাত।
চাঁদ যে জানে ঈদের খবর
ঈদ মক্কা মদিনা
বলতে নেই বন্ধুত্বের কথা
বলবো না আমিনা।

এসেছে ঈদ 

চাঁদ উঠেছে ঈদ এসেছে
সবার মনে খুশি
চাঁদ বলেছে ঈদ এসেছে
কল্যাণ দোয়া পুষি।
ঈদের নামাজ পড়তে মসজিদ
এঁকে দেবো ঈদে
পরম স্নেহে সম্মান জানাই
ছড়াক খুশি হৃদে।
এদিক ওদিক ঘুরতে ফিরতে
ঈদের আমেজ রেখে
পোলাও কোর্মা সিমুই মিঠাই
ঈদের পরশ মেখে।
গুরুজনদের সালাম করে
নেবো খোদার দোয়া
বলতে পারি মনের কথা
হবে মধুর ছোঁয়া।

ঈদের চাঁদ 

কখনও ভুলে যেতে পারবে না তুমি
কখনও ভুলে থাকা যায় না সে কথা
মনের ঘরে এখন প্রিয়মাস বসন্ত
ঘর ঘর সাহেরি ইফতার ইবাদত দাওয়াত।
সগৌরবে হয়ে গেছে তিরিশ রোজা
যে শহরে সব মানুষের চোখ আকাশে
লোভ লালসা হিংসা থেকে বহু দূরে
পবিত্র সত্যের নির্জলা কঠিন ব্রত।
তোমার কল্যাণ আর মঙ্গলের কথা ভেবে
পৃথিবীর মোবারক জ্যোৎস্না হতে পারে
যে সমাজে সব মানুষের ঈদ হৃদয়ের
আশায় কেবল সেই বহু আকাঙ্খিত চাঁদ।

ঈদ 

চাঁদ উঠেছে আকাশে ওই
শাবান মাসের পরে
রমজান নবী দেখো আসে
পবিত্র ঈদ ঘরে।
খুব ধারালো কাস্তে যেন
দেখি একটি তারা
দু-ফসল মাঠ দেখছি যেন
খুশি আত্মহারা।
সেহরি ইফতারে চলে
তিরিশ রোজা মাসে
পানাহার বর্জনে চলে
পবিত্র মন ভাসে।
লোভ লালসা বিদ্বেষ দূরে
সৌভাতৃত্বের সুরে
মনের মধ্যে রমজানের চাঁদ
মনাকাশে উড়ে।
করআন ইসলাম মাহে রমজান
পবিত্র ঈদের চাঁদ
ঘরে ঘরে খুশির জোয়ার
খুশির মোবারক রাত।
error: Content is protected !!