প্রচ্ছদসাহিত্য

একগুচ্ছ ছড়া- সুজন সাজু

দেখলে লোকে

কেউবা যদি কারো কাছে

যায় করে যায় কান ভারি,

বদস্বভাব এই জানার পরও

দু’জনের হয় টান ভারি।

 

অন্ধ ভাবে করলে বিশ্বাস

হয়কি বলো মান ভারি?

স্বভাব দোষে,দ্বেষের ফলে

করছে খাঁ খাঁ খান বাড়ি।

 

মূল্যবোধের অভাব হলে

থাকে বলো মান তারই?

এসব লোকের দুখ দুর্দশায়

থাকে না তো টান কারোই।

 

কেউ শয়তানকে প্রশ্রয় দিলে

তার শয়তানির মূল বাড়ে,

এরফলেতে সহজ সরল

জনমানুষের শূল বাড়ে।

 

নীতির কথা মুখ জুড়ে নয়

রাখতে হবে মন কোণে,

দেখলে লোকে শ্রদ্ধায় যেন

ভালোবাসার পণ বোনে।

 

এইসময়ে

বাড়ছে মূল্য লাগাম ছাড়া

দু’য়েক দিন পর পর,

আয়ের সাথে ব্যয় মিলাতে

কাপছে যেনো থর থর।

 

চাল আনিলে ডাল মিলে না

সবজির দাম ঊর্ধ্বে,

এইজমানায় ধার চাইলেও

কেউ কাউকে খুত দে?

 

মাছ খেয়েছি কয়মাস আগে

আসছে মনে না রে,

মাংসের কথা ভুলেই গেছি

দুঃখ বলবো কারে?

 

ছেলেমেয়ের পোশাকআশাক

খরচ লেখাপড়ার,

কীভাবে যে কী হবে আজ

ভাব পাই না কী করার!

 

এমন আছে লাখ পরিবার

হাপিত্যেশে দিন যায়,

দিচ্ছে না কেউ এই সময়ে

খুঁজলেও তো ঋণ যায়?

 

বুঝতে শেখো মর্মের

আপনি হয়ত হজ করেছেন বা করেছেন তীর্থ,

রাখতে হবে জানেন ভালো, পরিশুদ্ধ চিত্ত।

চিত্তে যদি ময়লা রাখেন

কাজ কারবারে কয়লা মাখেন।

মানে হলো সোজা কথা পরের করেন ক্ষতি,

হজ, তীর্থ হাজার করলেও তার হবে না গতি।

লোভ লালসা শূন্য করো

তবেই কামাই পূণ্য করো

মানব সেবায় ব্রতী হয়ে ধর্ম করুন পালন,

ধর্ম মানে ধারন করা অন্তরেতে লালন।

ধর্মের নামে হানাহানি

সেরা বলেই টানাটানি

একপৃথিবীর এক আসমান একটি চন্দ্র, রবিও,

একই রঙের হচ্ছে দেখো দিন রাত্রির ছবিও।

তিনি তো এক অদ্বিতীয়

চাইলে দয়া বা প্রীতিও

সমান দিবে বন্টন করে যার যেটুকু প্রাপ্য,

ধর্ম তো নয় কর্ম বিচারে একই নিক্তি মাপ্য।

ঠিক করো মন সবার আগে

ধার্মিক হতে এটাই লাগে

ধারণ করো অন্তরেতে বিধিবিধান ধর্মের,

অবজ্ঞা আর হিংসা ছেড়ে বুঝতে শেখো মর্মের।

 

সাজতে থাকি

একটা দোষে দশটা খুঁজি

পরের দোষটা আমি,

ধারাবাহিক সেইও খোঁজে

নাইরে থামা থামি,

আমিও না থামার পাত্র

হাপিত্যেশে ঘামি,

চেষ্টা করি সাজতে থাকি

জ্ঞান বুজুর্গ ডামি।

 

আমি বুঝি আমিই সেরা

যাবলি তা সত্য,

বুঝতে অক্ষম ভাবি সক্ষম

খোঁজ না করি তথ্য,

তাইতো আমায় চিমটি মারে

নাম না জানা দৈত্য,

বলি ডানে চলি বাঁমে

নীতির সাজে কথ্য।

 

 

খেয়াল রেখো

একনিমিষেই কেড়ে নিলো

আগুন কত জনকে,

আর কতো দিন রাখবে বলো

পরনিন্দাতে মনকে?

বলতে চাচ্ছি এক নিমিষও

নাই ভরসা কারো,

এইযে আগুন কেড়ে নিবে

কেউ কি বলতে পারো?

ভালো কাজে কাঁদবে মানুষ

মন্দ কাজে ঘৃণা,

ভালো হওয়ার পথ্য কিন্তু

যায় না পাওয়া কিনা।

আমার বাবা মন্ত্রী ছিলো

তোমার বাবা স্যারও,

ওসবে কার কী আসে যায়

গুণ না থাকলে কারো।

পরনিন্দাতে দিনের সময়

অর্ধেক করো শেষও,

সামনে সবার নিখুঁত ভালো

অভিনয়টা বেশও।

কার কবে যে আসবে মৃত্যু

জানার তো নাই সাধ্য,

মরণ ভয়কে খেয়াল রেখো

হিসাব দিতে বাধ্য।

 

আরও পড়ুন- দেবাশীষ মুখোপাধ্যায়ের কবিতা

error: Content is protected !!