সাহিত্য

একগুচ্ছ প্রেমের কবিতা- আনিসুর রহমান অপু

সে কোনো ইউটোপিয়া নয়

শেষ কবে চিঠি পেয়েছি মনেও নেই –

সত্যিই কি নেই সেই সাহসী সুদিন !

সৃজনের সহযাত্রী ?

চিবুকের চাঁদে কাঠগোলাপের লাবণ্য ছড়ানো আন্তরিক অভ্যর্থনা—

নিবেদিত ঠোঁটের ভালোবাসায় অন্তরের পেখম ছড়ানোনূপুরপরা দুপুর আর বিহ্বল বিকেল-

সে কোনো ইউটোপিয়া নয় —

একপলকের দেখায়ও যেভাবে ঝলমলিয়ে উঠতো দশদিক ,

সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তো বনহরিণীর প্রাণের চাঞ্চল্য – অনির্বচনীয় আনন্দ ঝংকার !

আলো আহা ! অপূর্ব সে আলোর ঝলকানিতে পাল তুলে দেওয়া ব্রীড়ানত প্রিয় প্রজাপতি ! সেই জোড়া দীঘি , ঝাউবন কিংবাশীতসন্ধ্যার ঝুলবারান্দা- অল্প দূরেই রিনিক ঝিনিক ভালোবাসার সোনার সাম্পান—কে কোথায় গেয়ে ওঠে, ‘কোথাও আমারহারিয়ে যেতে নেই মানা … ‘

যদিও এখানে দিনকানা দানবের তছনছে দিশেহারা দিনরাত্রি — স্বার্থে দগ্ধ ঘৃণ্য সম্পর্ক বন্ধকী ঋণের মতোন আমাদের বুকে চেপেথাকে — আহত আত্মার কফিনে পেরেক ঠুকে দিতে বেপরোয়া শবখেকো শকুনের পাল ,

কী ভয়াল দুই মেরুর দূরত্ব নিয়ে পাশে থাকা !

সে-কোনো বিভ্রম নয়, সব ছবি ভালোবেসে আঁকা –

আমাদের চারপাশে ওড়ে তবু অশুভ’র ইচ্ছের পতাকা !

 

বিভ্রমসঞ্চারী

ক্রমশ কমছে পৃথিবীর পরিধি আমার !

রত্তিখানেক এ গ্রহ , ছোট হচ্ছে তাও প্রতিদিন-

ম্যাকিয়াভেলির কর্তৃত্ববাদী কলায় অথচ চৌকশ হচ্ছ কিনা তুমি রোজ !

ভেঙেছে যে বুক-পাঁজরের হাড় , মনের মাস্তুল

সেও চায় ভ্যালেন্টাইনের ফুল –

যে সম্পর্ক নিয়েছে দলিলে মুচলেকা

ভুলে সব গাইছে সে আজ বিরহ বিধুর কুহু-কেকা !

আর সে আহ্বান কী যে বিভ্রমসঞ্চারী –

বোঝে না কিছুই তুমি কবি, বড়ই আনাড়ি !

এখন তোমারই দিন – ভুলে সব ঋণ

যাপিত পথের লেনাদেনা –

কোন ঘাটে , কোন হাটে কতোটা করেছো বেচাকেনা

সমস্ত হিসেব পুড়ে ছাই –

নেয়ে-ধুয়ে সেজেছ সফেদ

যার চেয়ে শুদ্ধ এ তল্লাটে আর কেহ নাই !

শুনে হাসে পুরনো ঢাকার বেতো ঘোড়াগুলোও তুমুল

সকলেই গলদের ভাণ্ড, নিজে তুমি কেবলই নির্ভুল ।

সোনার সাফল্যে আজ যার উপচানো ঝুড়ি

জানে সবে –

কতোটা কৃতিত্ব তার আর কতোটা পরের ধন চুরি ।

 

অকস্মাৎ

তলিয়ে যাচ্ছি , তলিয়ে যাচ্ছি অতলে তুমুল –

অনুচ্চারিত অন্ধকারের মতো

ধেয়ে আসছে আগ্রাসী রাত !

এতো দ্রুত , এমন অমীমাংসিত ভাবে

গুটিয়ে ফেলতে হবে তাবু !?

নাকি এমনই কোনো সংবেদী মুহূর্তে মিলে যাবে

ভেসে থাকার অবলম্বন , আঁকড়ে ধরার আলো

বাড়াবে ভালোবাসার হাত, অকস্মাৎ?

 

*আনিসুর রহমান অপু- আমেরিকা প্রবাসী কবি।

আরও পড়ুন- জামিল হাদীর একগুচ্ছ কবিতা

error: Content is protected !!