টেক নিউজ

টাকা দিয়ে ফেসবুক ভেরিফাই করা যাবে

টাকা দিয়ে ফেসবুক ভেরিফাই করা যাবে

ফেসবুক আইডি টাকা দিয়ে ভেরিফাই করা যাবে। ফেসবুকের মালিকানাধীন ছবি শেয়ারিং সাইট  ইনস্টাগ্রামেও টাকা দিয়ে ভেরিফাই করা যাবে।  ইউজার চাইলেই টাকার বিনিময়ে নিজের আইডিতে নিতে পারবেন ব্লু-ব্যাজ ভেরিফাই চিহ্ন। তবে এই সেবার জন্য ইউজারকে প্রতি মাসে ১২ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

গত রবিবার ১৯ ফেব্রুয়ারি থেকে পেইড ভার্সন চালু করেছে ফেসবুক। এদিন ফেসবুক ও ইনস্টাগ্রামের জন্য পেইড ভেরিফিকেশন ব্যবস্থা চালুর ঘোষণা করেন ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা’র প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি বলেন, সেবার সত্যতা ও নিরাপত্তা নিশ্চিতে এই ফিচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্লেষকরা বলছেন,  ফেসবুক ও ইনস্টাগ্রামে বুস্ট বিজ্ঞাপন নির্ভর যে ব্যবসা ছিল তা এখন বন্ধের পথে। যার জন্য ফেসবকু এখন আয়ের বিকল্প মাধ্যম হিসেবে এই পেইড ফিচার  চালু করেছে।

টাকার বিনিময়ে ব্লু ব্যাজ পাওয়া আইডিগুলো নির্দেশ করবে যে,  অ্যাকাউন্টটি সরকারি আইডি বা নথিপত্র দিয়ে যাচাইকৃত। ফেসবুক বলছে, এর মাধ্যমে একই নাম এবং ছবি ব্যবহার করে একাধিক ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে। প্রথম অবস্থায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফিচারটি খুলে দেয়া হচ্ছে যাতে তারা নিজের আইডি ক্লোন হওয়া থেকে বাঁচতে পারে ও নিজেদের উপস্থিতি আরও শক্তভাবে জানান দিতে পারে। তবে যেসব ইউজার অ্যাকাউন্ট আগে থেকেই ভেরিফায়েড তাদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে টুইটার এর নতুন মালিক এলন মাস্ক টুইটারে টাকার বিনিময়ে ভেরিফাই ব্যাজ ফিচার চালু করেছিলেন। এবার যেন মার্ক জাকারবার্গও এলন মাস্কের পথেই হাঁটলেন।

error: Content is protected !!