টিটো মোস্তাফিজের একগুচ্ছ হাইকু
১
খোকার আগমন
শতবর্ষ ছাড়িয়ে –
শ্রেষ্ঠ তর্জনী
২
পেঁয়াজের বাজার
শতকে তুষ্ট নহে –
সিয়াম প্রস্তুতি
৩
কবিতার প্রেমে
রেখোনা মোদের দূরে
টুকুন উবাচ
৪
কাজ হয়ে গেলে
ছুঁড়ে ফেলি ভাগাড়ে –
টিস্যু পেপার
৫
দূর দূরান্তে
তবু কত কাছে –
স্বপ্ন সারথী
৬
কবির মরণে
বেঁচে যাবে মানুষটা
শুভাকাঙ্খী জন
৭
বেইলীরোড পোড়ে
স্টেডিয়ামে আতশবাজি
বিপিএল ফাইনাল
৮
চান্নি-পসর রাত-
ঘরছাড়া করতে ডাকে
মরার কোকিলে
৯
নিজের জায়নামাজ
ঠেকায় সামনের সারির লাভ
একাকী বসবাস
১০
রুমালের কোনায়
লুকোনো দোষী কুটো –
উত্তরাধিকার
১১
মাঘের রাত্রি –
বইমেলার মেট্রোরেলে
ঘামছে যাত্রী
১২
ভালো কাজগুলো
কোমল পানীয়র বুদবুদ
কর্তাহীন ক্রীয়া
১৩
পুতুল নাচ দেখি
কে কাকে নাচিয়ে যায়
দাবার ঘুঁটি
১৪
বাণিজ্য যাত্রা
বিভাজন গোত্রান্তরে-
পরিচয় সংকট
১৫
হাইকু খুঁজছি
এমনকি নিজেকেও –
বন্ধ জানালা