নিলয় বিশ্বাস এর কবিতা
একআকাশনীল ভালবাসা
একআকাশনীল ভালবাসা
বইছে বুকে ঢেউ
ডাকছি আমি এ পাশ থেকে
শুনছে নাতো কেউ।
এখন সময় তোমার আমার
রাখো তো সব কাজ
মান ভাঙাতে এসে ওগো
ভেঙো না আমার লাজ।
লজ্জা রাঙা বঁধু তোমার
গুনছে বসে প্রহর
আসবে কখন চুপিসারে
হবে মধুর বাসর।
তাইতো আমি ছুটে এলাম
সকল কাজ ফেলে,
হৃদয় আমার ভরবে শুধুই
তোমায় কাছে পেলে।
তুমি আমার সন্ধ্যা তারা
মুক্ত হৃদয় ভরা,
জীবন আমার মিছে হবে
শুধু তোমায় ছাড়া।
ভাবছো বসে নয়ন বুজে
দেখছি আমি তাই,
একটু কাছে পেলে আমায়
বুকে দিবে ঠাঁয়।
ইচ্ছে গুলো ইচ্ছে হলেই
ইচ্ছে গুলো ইচ্ছে হলেই
থাকি দুপুর সকাল
তোমার বুকেই সন্ধ্যা রাতে জ্বালাই প্রেমের মশাল
ইচ্ছে গুলো হৃদয় মেলে
ভাষায় নৌকা খানা
মনের যত গল্প আছে
তোমার সবই জানা।
জানো তুমি নিরব ভাষা
মনের যত আশা
তোমায় খুলে বলবো আমি
সকল ভালোবাসা।
ইচ্ছে গুলো আকাশ খুলে
ভালবাসার গানে
হৃদয় লহর যায় যে ছূটে
তোমার মনের টানে।
ইচ্ছে গুলো যখন তখন
তোমার সুরে গায়
হাজার কথার গল্প গুলো
গান হয়ে যায়
শুনবে তুমি নীরব হয়ে
ধরবো জীবন হাল
নৌকা মাঝি হয়ে আমি
তুলবো যখন পাল।
তোমার বুকের উজল তরী
ঢেউয়ে ঢেউয়ে বাই
তুমি ছাড়া একটি সেকেন্ড
বাঁচার উপায় নাই
তুমি আমার স্বপ্ন সাগর
জীবন চলার সুখ
একনায়েতে কাটাবো দুজনে
যতই আসুক দুখ।
একবাহনে চলব দুজন
বাঁধব সুখের ঘর
যতই আসুক দুঃখ ব্যথা
তুফান বেদী ঝড়
প্রথম দেখে আমি তোমায়
একটু একটু চিনি
তোমার ভালোবাসা আমায়
করেছে চিরঋণী।
বিশুদ্ধ প্রেমের চিন্ময় সুখ
তুমি তো শিখিয়েছো আমায়
গোছানো কথার আবদ্ধে বেঁধে
কাজল কালো দুটি চোখের মায়ায়
কিভাবে বাসব ভালো
চলব তোমাকে নিয়ে।
চন্দ্রমুখী নিরেট হাসি পলে পলে
হৃদয়ে অনুভব করি।
কি যেন খুঁজে পাই তোমার মোহমায়ায়
অসম্ভবকে সম্ভব করতে পারে
তোমার ভালবাসার অরুনিমা।
বিশুদ্ধ প্রণয় দিয়ে
বয়ে যাও পাহাড়ী ঝরনা হয়ে,
শীতল করো হৃদয় খানি
তোমার দেওয়া প্রতিশ্রুতিতে।
ক্ষণকালের এই ছোট্ট জীবনে
অনুভব করি তোমার বিশুদ্ধ প্রেমের চিন্ময় সুখ।
পাবো কি পাবো না তোমায়
তবুও
জীবনের শেষ দিনটিতেও থাকবো তোমার প্রতীক্ষায়।
প্রত্যাশিত বসবাস
কাছে আসার গল্পটা যখন ধীরে ধীরে হৃদয়ের
বেলকুনিতে এক সমুদ্র ভালবাসার
ঢেউ জাগিয়ে দিল আমিও হাত বাড়ালাম!
আপন করে নিলাম
নির্বাসিত উপাখ্যান নয়
হৃদয়ের স্বপ্নচূড়ায় তুমি কখন যেন সিঁড়ি
বেয়ে ধাপে ধাপে নিয়েছো
দখলদারিত্ব ষোলো আনাই!
দূরে চলে গেলে
কিংবা যেতে চাইলেও
আরো রঙিন হও
উজ্জ্বল বর্ণ ধারণ করো
ঠিক স্বপ্নগুলোর ন্যায়
সেটাও ক্ষনিকের তরে।
আমি জানি স্বপ্ন ভেঙে গেলেই
আবার তুমি আমি এক হবো!
প্রত্যাশাগুলো এমনই
একই বিন্দুতে হআমাদের
চিরস্থায়ী বসবাস
যেখানে সব নদী এসে
মিলিত হয় আপন মোহনায়।
নিরব মনের ভালবাসা
তোমার নিরবতা আমায় শ্বাসরুদ্ধ করে ফেলে ,
যখন দেখি, চুপটি করে বসে
কি যেন ভাবো, ভীষণ কষ্ট হয় আমার।
বুকটা পাথর হয়ে যায়, ছটফট করতে
থাকে বুকের মধ্যে, কিছুই বলতে পারি না
কাউকে, জমে থাকা কষ্টগুলো বুকে চেপে এক
অস্থিরতায় কাটতে থাকে জীবন।
কেন এমন হয় বলতে পারো?
অনেক ভাবি!!
তোমার প্রতিটি স্মৃতি আমাকে কুড়ে কুড়ে খায়।
কিছুতেই শান্তি পাইনা
তোমার চাঁদ মুখের হাসি, তোমার চঞ্চলতা,
তোমার কাজল কালো চোখের মায়াবী চাহনি!!
আমাকে তাড়া করে সব সময়।
আমি যে ভালোবাসি তোমায়
সারা জীবন তোমাকে ভালবেসে যাব
আমার মন প্রান উজাড় করে
তোমাকেই ভালোবেসে যাবো
সারাটি জীবন তোমাকেই ভালোবেসে যাবো।
নিরবতার মাঝে সঞ্চিত ভালবাসা মুছে যায় না
ভালবাসা খুচরো পয়সার মতো বিকিয়ে দেয়া যায় না।
তাই তো নিরব মনের ভালবাসা
নিভৃতে হৃদয়ে বয়ে চলে খরস্রোতা নদীর মত।
আরও পড়ুন- নাসরিন আক্তারের কবিতা