প্রচ্ছদসাহিত্য

রোমান আজাদের পদাবলি

আমি শ্রমিক

আমি শ্রমিক কুলি মজুর ইট কাঠ রড মিস্ত্রি

আমার জামায় ময়লা-কালি হয় না তাতে ইস্ত্রি।

 

আমিই গড়ি পদ্মাসেতু তাপবিদ্যুৎ মেট্রোরেল

হাসপাতাল আদালত এবং জেলের গোপন সেল।

 

তোমরা যারা প্রথম শ্রেণীর মস্ত বড় অফিসার

যেই চেয়ারে বসে করো আমার দেশের বলাৎকার,

 

দুখের বিষয় সেই চেয়ারও আমার হাতেই বানানো

নিপুণ হাতের রঙ দেয়ালে তোমার ছবি টানানো।

 

তোমার গাড়ি তোমার বাড়ি সস্তা কীবা দামী

নষ্ট হলেই ঠিক করে দেই  কষ্ট হলেও আমি।

 

আমি শ্রমিক ন্যায্য দামে শ্রমের মূল্য দিও

আপদকালে কেমন আছি একটু খবর নিও।

 

তোমার ছেলে ক্যাডেট কলেজ ভার্সিটিতে পড়ে

তোমার বিবি লক্ষটাকায় ঈদের শপিং করে,

 

আমার ছেলে খুব বড়জোর পিওন কীবা ড্রাইভার

এর বেশি আর স্বপ্ন দেখার সাধ্যটা কি আছে তার?

 

বিবির কথা নাইবা ক’লাম হাঁস মুরগী রামছাগল

ওসব বেচেই কয়েক টাকায় খুশিতে সে হয় পাগল।

 

শাড়ি ব্লাউজ ফিতা কেনে ফেরিওয়ালার মার্কেটে

বিনোদনে টিভি দেখে সাদা-কালা সার্কিটে।

 

অসুখ হলে হোমিওপ্যাথি লতাপাতার তিতা রস

শেষ ভরসা খোদার পরে কবিরাজের হাতের যশ।

 

তুমি খানিক সুগার প্রেসার মাপার জন্য ভারত যাও

অবকাশে মালয়েশিয়া সিঙ্গাপুরের  হাওয়া খাও।

 

তোমার সাথে নাই তুলনা তোমরা দেশের আমলা

তোমার চোখে নিম্নমানের আমি শ্রমিক কামলা।

 

রোমান আজাদের একগুচ্ছ ছড়া

ছড়া-১

বনের রাজা  সিংহ মামা

মন্ত্রী শেয়াল বাবু

সুযোগ পেলে চুপি চুপি

মুরগী করেন কাবু।

 

দ্বারপ্রহরী কুকুর মশাই

বেড়াল বাঘের মাসী

দুধের হাড়ি দেখলে বলেন

বড্ড ভালোবাসি।

 

ছড়া-২

হাট্টিমাটিম কোথায় থাকো

কোথায় পারো ডিম

কোথায় তুমি কেমন করে

করো টিম টিম?

 

খুঁজি তোমায় মাঠে মাঠে

বিলে ঝিলে নদীর ঘাটে

চাই যে তোমার ডিম

ও ভাই হাট্টিমাটিম টিম।

 

ছড়া-৩

চাঁদের দেশে চাঁদের বুড়ি

চড়কি সুতা কাটে

রাত্রি শেষে দিনের বেলা

ঘুমোয় সোনার খাটে।

 

যাবো আমি চাঁদের দেশে

মেঘের ভেলায় চড়ে

রাশিরাশি আনব আলো

দেবো সবার ঘরে।

 

ছড়া-৪

বুড়ো বিড়াল গান ধরেছে-

আয়রে ইদুঁর আয়,

নাচব দুজন হেলেদুলে

সোনার নূপুর পায়।

 

খাইতে দিব গুড়-মুড়ি আর

শুইতে দিব খাঁটে

ঘুরতে যাবো খুব সকালে

ছোটন মাঝির ঘাটে।

 

 

ছড়া-৫

লাল-সবুজের পাল তুলেছে

ছোটন মাঝির নায়

নায়ে বসে ছোটন মাঝি

ভাটিয়ালি গায়।

 

ভাটিয়ালি কবিয়ালি

আমার দেশের গান

মরমিয়া সুরে সুরে

জুড়ায় আমার প্রাণ।

 

ছড়া-৬

রংধনুর সাতটি রঙে

লাল-সবুজের মেলা

বাংলা মায়ের আঁচল সে যে

মুক্ত সুখের ভেলা।

 

আমার আকাশ আমার বাতাস

আমার দেশের মাটি

এই ভুবনে সবার সেরা

সবার চেয়ে খাঁটি।

 

আরও পড়ুন- কবিতা বিষয়ক আলোচনা

error: Content is protected !!