শেখ মিলনের কন্ঠে ১০০ প্রচলিত ফোক গান
আমাদের দেশে পরীক্ষিত একজন সংগীতজন শেখ মিলন। দীর্ঘ সময় ধরে সুস্থ সুন্দর নান্দনিক বাংলা গান প্রচার প্রসারে ভূমিকা রেখে চলেছেন।বহুমাত্রিক প্রতিভাবান এই মানুষটি একাধারে গীতিকার সুরকার সংগীত পরিচালক এবং সংগীত শিল্পী। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে, বিভিন্ন গীতিকারের লেখা শেখ মিলনের সুর সঙ্গীতে দেশের বিভিন্ন শিল্পীদের কন্ঠে কখনো কখনো নিজের কন্ঠে ১০০ টি আধুনিক গানের একটি প্রজেক্ট শেষ করেছেন।
ঠিক একইভাবে ১০০ দেশের গানের একটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন। যার ৬৫ পার্সেন্ট কাজ শেষ করে ফেলেছেন। এরই মধ্যে তিনি আমাদের দেশের প্রচলিত ফোক গান,মাটির সুরে যে সব গান মানুষের অন্তরে বাজে তেমনি ১০০ টি গান স্বকন্ঠে গাইবার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রজেক্টটিরও ২৫ পার্সেন্ট কাজ শেষ করে ফেলেছেন। যদিও শেখ মিলন আধুনিক এবং নজরুল গীতি করে থাকেন।এরপরেও ফোক গানে তিনি দারুন পারদর্শী। শেখ মিলন জানালেন গানগুলি পর্যায়ক্রমে “ফোক বাংলা” ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
গান-ই শেখ মিলনের ধ্যান জ্ঞান। তাইতো বিগত ১৬ বছর যাবত দেশের প্রতিশ্রুতি শীল প্রতিভা বান শিল্পীদের নিয়ে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত সঙ্গীতানুষ্ঠান “গান শুধু গান” নির্মাণ করে চলেছেন। অনুষ্ঠানটি শেখ মিলনের গ্রন্থনা উপস্থাপনা এবং সংগীত পরিচালনায় নির্মিত হয়ে থাকে।এই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনেক শিল্পী সংগীত জগতে প্রতিষ্ঠা পেয়েছেন।