সৌপর্ণ মাছুম এর কবিতা
মরুজ্যোতি
বিশ্বনবী মুহাম্মদ (সা.) কে
সর্বদাতা ও অসীম দয়ালু আল্লাহ্ তায়ালার নামে
বন্দনা করে করছি শুরু, আলিফ-মীম আর লামে।
রহমত নাজিল কর হে প্রভু মোহাম্মদের প্রতি
যিনি আমাদের মনিব মওলা, খোদা তায়ালার জ্যোতি
যিনি সকলের শিরোভূষণ ও ঊর্ধ্বগমনকারী
পূত বোরাকের মালিক যিনি, সত্য নিশানধারী ।
যিনি জগতের বালা-মুসিবত দুঃখ মোচনকারী
যিনি সংক্রামক দূরারোগ্য রোগ-ব্যাধি দূরকারী ।
অনাবৃষ্টি-দুর্ভিক্ষের বিনাশী পুরুষ যিনি
অসুস্থতা ও ব্যথা যাতনার মহাবিতাড়ক তিনি।
যাঁর পূত নাম প্রণয়াবদ্ধ আরশ-কুর্সীতে
লওহে-কলমে খোদাইকৃত তাঁর নাম আদিরীতে।
আরবস্তানের সর্দার তিনি অনারব-অধিপতি
তাঁর পূতকায়া কস্তুরীবাসে ছড়ায় মোহনদ্যূতি।
হেরেমের পূত মহাজ্যোতি তিনি বায়তুল্লার দীপ্তি
অরুণ-ঊষার সূর্য, আঁধারে পূর্ণিমাচাঁদ-তৃপ্তি।
সর্বোচ্চ আসনে আসীন, সত্যপথের কিরণ
জগতের তিনি অভয়দাতা, দুর্ভাগাদের শরণ ।
অজ্ঞান-আঁধার দূরীভূতকারী তিনি দীপ সমীচীন
যিনি অনুপম চরিত্রবান সদাচারী আল-আমিন।
যিনি ইনসান মাখলুকুলের মহা সুপারিশকারী
বদান্যতার মূর্ত প্রতীক, সদয় করুণাধারী ।
রহমান খোদা রক্ষক যাঁর, সেবক জিব্রীল-আমিন
মেরাজ তাঁহার নিগূঢ় যাত্রা, বাহন বোরাক জিন।
‘সিদরাতুল মুনতাহা’ যাঁর মকাম,যিনি সাকীয়ে কাওসার
‘দুই ধনুকের চেয়েও কাছে’ আকাঙ্ক্ষা যাঁর যাওয়ার
তাঁর চিত্তের পূত আকাঙ্ক্ষাই তাঁর জীবনের লক্ষ্য
সিদ্ধি হয়েছে লক্ষ্য যে তাঁর ধ্যান-নিবিষ্ট অক্ষ ।
রাসূল-শ্রেষ্ঠ, নবীর মোহর, দীন-দরদি সে যে
পাপী-তাপীদের করিবেন ত্রাণ শাফায়াতকারী সেজে
আশেকগণের স্বস্তি ও কৃপা সারা বিশ্বের যিনি
ব্যাকুল পিয়াসীর বাঞ্ছা যে তিনি আরেফের দিনমণি।
সত্য-সুপথগামীদের তিনি প্রদীপ তাওহীদের
সান্নিধ্য-প্রাপ্ত যাঁরা, অগ্রণী তিনি তাঁদের ।
সহায় তিনি ফকির-এতিম মিসকিন গরীবের
জীন-ইনসানের সর্দার তিনি নাবী দুই হেরেমের ।
দীন-দুনিয়ার অছিলা গো তিনি দুই কিবলার ইমাম
‘কাবা কাওসাইন’ অধিকারী তিনি, তপ-জপ হেরাধাম
দ্বিমাশরেক আর দ্বি-মাগরেবের অধিপতি যিনি মহান
তাঁর প্রিয়; তিনি ইমাম হাসান-হোসেনের নানাজান।
মেঘমালা যাঁরে ছায়া দিয়ে যায়, যিনি আল্লার মিতা
জীন-ইনসানের মাওলানা তিনি শিশু কাসেমের পিতা
আব্দুল্লার তনয়, তাঁহার পূত নাম মোহাম্মদ
খোদার নূরের পূতনূর তিনি প্রভুজির প্রেমাস্পদ ।
তিনি ও তাঁহার আহলে বাইত সদা তাঁহাদের প্রতি
প্রেমাবেশে জপ দরূদ-সালাম, বন্দনা কর অতি !
তোমরা যারা সেই নবীজীর মহাজ্যোতি প্রত্যাশী
দেহ মন-প্রাণ সঁপে দিয়ে হও তাঁর চরণের দাসী !
আরও পড়ুন- নিলয় বিশ্বাসের কবিতা