Mostafizur Rahman is a professional content writer at CrawlText, specializing in SEO articles, blog posts, and web copy that drive engagement and conversions. With experience crafting clear, audience-focused content for almost all the niches, he delivers well-researched, optimized pieces on deadline. He combines editorial rigor with keyword strategy to boost traffic, authority, and reader retention across blogs, platforms, and newsletters.
৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটি ৩ মে ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছিল এবং এর মোট নম্বর ছিল ২০০। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ১ হাজার ৯০৩টি ক্যাডার পদ পূরণের লক্ষ্যে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
এই নিয়োগে ৪ লাখ ৩২ হাজার ৫৩২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে প্রায় ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
Download Free PDF of ৪০ তম বিসিএস প্রশ্ন ও সমাধান
Download ৪০ তম বিসিএস প্রশ্ন সমাধান PDF:
৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও উত্তর (Questions and Answers of 40th BCS Exam)
নিম্নে ৪০তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ও সঠিক উত্তরসমূহ প্রদান করা হলো:
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী (সাধারণ জ্ঞান), বিজ্ঞান, ও সুশাসন (General Knowledge, Science, and Good Governance)
| প্রশ্ন (Question) | সঠিক উত্তর (Correct Answer) |
| ১. নিচের কোনটি জলজ উদ্ভিদ নয়? | ঘ) গজারী |
| ২. বাংলাদেশে সংঘটিত বন্যার রেকর্ড অনুযায়ী (১৯৭১-২০০৭) কোন সালের বন্যায় সবচেয়ে বেশি এলাকা প্লাবিত হয়? | গ) ১৯৯৮ |
| ৩. সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? | ক) নয়াদিল্লি |
| ৪. বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? | খ) কৃষি খাত |
| ৫. বাংলাদেশের উপকূলীয় সমভূমিতে বসবাসকারী জনগোষ্ঠী যে ধরণের বন্যা কবলিত হয় তার নাম- | ঘ) জলোচ্ছ্বাসজনিত বন্যা |
| ৬. নিম্নের কোনটি পাললিক শিলা? | খ) কয়লা |
| ৭. নিম্নের কোনটি বৃহৎ স্কেল মানচিত্র? | ক) ১ : ১০,০০০ |
| ৮. সমবৃষ্টিপাত সম্পন্ন স্থানসমূহকে যোগকারী রেখাকে বলা হয়- | গ) আইসোহাইট |
| ৯. নিচের কোনটি মানবসৃষ্ট আপদ (hazard) নয়? | ঘ) কালবৈশাখী |
| ১০. বাংলাদেশের লাউয়াছড়া জাতীয় উদ্যান কী ধরণের বনভূমি? | ক) ক্রান্তীয় চিরহরিৎ, আধা – চিরহরিৎ জাতীয় |
| ১১. ২০১৮ সালে বাংলাদেশের Per Capita GDP (nominal) কত? | “বাতিল করা হয়েছে” |
| ১২. আইন ও সালিশ কেন্দ্র কি ধরণের সংস্থা? | খ) মানবাধিকার |
| ১৩. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন- | খ) ৪ ভাগে |
| ১৪. বাংলাদেশ জাতিসংঘের – | খ) ১৩৬ তম সদস্য |
| ১৫. বাংলাদেশ প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় – | গ) ৭ মার্চ, ১৯৭৩ |
| ১৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে কোন দেশ বাংলাদেশের পক্ষে ‘ভেটো’ প্রদান করেছিল? | ঘ) সোভিয়েত ইউনিয়ন |
| ১৭. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভু্ক্ত করা হয়েছে? | খ) পঞ্চম তফসিলে |
| ১৮. ‘বঙ্গভঙ্গ’ কালে ভারতের ভাইসরয় কে ছিলেন? | ক) লর্ড কার্জন |
| ১৯. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত? | গ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি |
| ২০. বাংলাদেশ প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়? | গ) ১৯৭৪ সালে |
| ২১. Inclusive Development Index (IDI) – এর ভিত্তিতে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত? | খ) দ্বিতীয় স্থান |
| ২২. ২০১৮ সালে বাংলাদেশের মোট রপ্তানি আয় কত? | “বাতিল করা হয়েছে” |
| ২৩. Alliance যে দেশে ভিত্তিক গার্মেন্টস ব্রান্ডগুলোর সংগঠন- | খ) যুক্তরাষ্ট্রের |
| ২৪. ২০১৮ সালে বাংলাদেশের GDP – তে শিল্প খাতের অবদান কত? | “বাতিল করা হয়েছে” |
| ২৫. ২০১৮-১৯ অর্থ বছরে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে- | “বাতিল করা হয়েছে” |
| ২৬. বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয়- | ক) ১৯৯১ সালে |
| ২৭. সংবিধানের কোন সংশোধনকে ‘first distortion of constitution’ বলে আখ্যায়িত করা হয়? | ক) ৫ম সংশোধনকে |
| ২৮. স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে? | ঘ) সপ্তম |
| ২৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয়- | খ) ১৬ ডিসেম্বর, ১৯৭২ |
| ৩০. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘সরকারি কর্ম কমিশন’ (PSC) গঠনের উল্লেখ আছে? | ক) ১৩৭ নং অনুচ্ছেদে |
| ৩১. আওয়ামী লীগের ৬-দফা পেশ করা হয়েছিলো – | ক) ১৯৬৬ সালে |
| ৩২. বঙ্গবন্ধুসহ আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট আসামী সংখ্যা ছিল – | খ) ৩৫ জন |
| ৩৩. তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়- | গ) ১৩ হাজার ১৩৬ টি |
| ৩৪. ‘Let There Be light ‘ – বিখ্যাত ছবিটি পরিচালনা করেন- | খ) জহির রায়হান |
| ৩৫. আলাউদ্দিন হুসেন শাহ্ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? | ঘ) ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে |
| ৩৬. প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? | ক) অশোক মৌর্য |
| ৩৭. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসছিলেন – | ক) পর্তুগীজরা |
| ৩৮. বাংলাদেশে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? | ক) ফরিদপুর |
| ৩৯. বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ- | “বাতিল করা হয়েছে” |
| ৪০. ‘গারো উপজাতি’ কোন জেলায় বাস করে? | গ) ময়মনসিংহ |
| ৭৬. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার? | গ) মৌলিক অধিকার |
| ৭৭. বাংলাদেশে ‘নব-নৈতিকতা’র প্রবর্তক হলেন- | গ) আরজ আলী মাতুব্বর |
| ৭৮. আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি। এটি – | খ) রাজনৈতিক ও সামাজিক অনুশাসন |
| ৭৯. সভ্য সমাজের মানদণ্ড হলো – | ঘ) আইনের শাসন |
| ৮০. ‘বিপরীত বৈষম্য’ এর নীতিটি প্রয়োগ করা হয়- | ঘ) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে |
| ৮১. মূল্যবোধের চালিকা শক্তি হলো- | গ) সংস্কৃতি |
| ৮২. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে- | খ) বিনিয়োগ বৃদ্ধি পায় |
| ৮৩. মূল্যবোধ হলো – | খ) মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড |
| ৮৪. জাতিসংঘের অভিমত অনুসারে, সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো – | গ) মৌলিক স্বাধীনতার উন্নয়ন |
| ৮৫. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো – | ঘ) নিয়মিত কর প্রদান করা |
| ৮৬. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে? | ক) ১৯৪৮ |
| ৮৭. OIC – এর কততম শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন? | ক) ২য় শীর্ষ সম্মেলনে |
| ৮৮. পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন অংশে ভারত সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০১৯ ) সামরিক বিমান হামলা পরিচালনা করে? | গ) বালাকোট |
| ৮৯. নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে? | গ) ভারত |
| ৯০. ‘দ্যা আইডিয়া অব জাস্টিস’ গ্রন্থের রচয়িতা কে? | গ) অমর্ত্য সেন |
| ৯১. শ্রীলংকার কোন সমুদ্রবন্দর চীনের নিকট ৯৯ বছরের জন্য লীজ দেয়া হয়েছে? | খ) হাম্বানটোটা |
| ৯২. যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত? | গ) কিউবা |
| ৯৩. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডা (The 2030 Agenda for Sustainable Development) -তে কয়টি লক্ষ্য ( goals) রয়েছে? | খ) ১৭ |
| ৯৪. ‘V-20’ গ্রুপ কিসের সাথে সম্পর্কিত? | গ) জলবায়ু পরিবর্তন |
| ৯৫. জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল? | খ) ১৯৮২ সালে |
| ৯৬. বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়? | ক) কাটোউইস, পোল্যান্ড |
| ৯৭. Sunshine Policy- এর সাথে কোন দুটি দেশ জড়িত? | খ) উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া |
| ৯৮. BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে- | ক) New Development Bank (NDB) |
| ৯৯. চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে? | ঘ) জিবুতি |
| ১০০. নিচের কোন সংস্থাটির সচিবালয় বাংলাদেশে অবস্থিত? | ক) BIMSTEC |
| ১০১. নিচের কোন সংস্থাটির স্থায়ী সদর দপ্তর নেই? | খ) NAM |
| ১০২. জাতিসংঘ বিষয়ক আলোচনায় পি৫ (P5) বলতে কি বুঝায়? | ক) নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র |
| ১০৩. মিনস্ক নিচের কোন দেশের রাজধানী? | ঘ) বেলারুশ |
| ১০৪. সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোন সালের কোন মাসে অনুষ্ঠিত হয়েছে? | “বাতিল করা হয়েছে” |
| ১০৫. কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? | গ) অস্ট্রিয়া |
| ১০৬. AC কে DC করার যন্ত্র- | ক) রেকটিফায়ার |
| ১০৭. বিদ্যুৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের মাধ্যমে – | ক) লাউড স্পিকার |
| ১০৮. বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি? | খ) হাইগ্রোমিটার |
| ১০৯. একটি বাল্বে ”60 W- 220 V” লেখা আছে। বাল্বটির রোধ কত ওহম (Ohm)? | ঘ) 806.67 |
| ১১০. নবায়নযোগ্য জ্বালানীর উৎস- | ঘ) বায়োগ্যাস |
| ১১১. কার্বোহাইড্রেট C, H এবং O- এর অনুপাত কত? | খ) ১ : ২ : ১ |
| ১১২. সোডিয়াম এসিটেটের সংকেত – | গ) CH3COONa |
| ১১৩. ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস কি? | খ) আইসোটোপ |
| ১১৪. খাদ্য তৈরির জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে – | খ) কার্বন ডাই-অক্সাইড |
| ১১৫. ³⁵₁₇Cl মৌলের নিউট্রন সংখ্যা কত? | খ) 18 |
| ১১৬. কোনো কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? | গ) গলনাংক |
| ১১৭. অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? | ক) জারণ |
| ১১৮. কোথায় সাঁতার কাটা সহজ? | ঘ) সাগরে |
| ১১৯. ডিমে কোন ভিটামিন নেই? | গ) ভিটামিন-সি |
| ১২০. কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়? | ক) ক্রোমোপ্লাস্ট |
বাংলা ভাষা ও সাহিত্য (Bengali Language and Literature)
| প্রশ্ন (Question) | সঠিক উত্তর (Correct Answer) |
| ৪১. দ্বারা, দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি? | ক) তৃতীয়া বিভক্তি |
| ৪২. ‘অভিরাম’ শব্দের অর্থ কী? | ঘ) সুন্দর |
| ৪৩. বাংলা কৃৎ -প্রত্যয় সাধিত শব্দ কোনটি? | ঘ) খেলনা |
| ৪৪. ‘গির্জা’ কোন ভাষার শব্দ? | খ) পর্তুগিজ |
| ৪৫. ‘Attested’ -এর বাংলা পরিভাষা কোনটি? | ক) সত্যায়িত |
| ৪৬. কোনটি শুদ্ধ বানান? | ঘ) প্রোজ্জ্বল |
| ৪৭. ‘জোছনা’ কোন শ্রেণীর শব্দ? | ঘ) অর্ধ-তৎসম |
| ৪৮. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়- | গ) বেঁচে থাকার ইচ্ছা |
| ৪৯. ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয়- | ঘ) সর্বাঙ্গ + ঈন |
| ৫০. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয়- | ঘ) কুম্ভিলকবৃত্তি |
| ৫১. ‘ঊর্ণনাভ’ শব্দটি দিয়ে বোঝায়- | ঘ) মাকড়সা |
| ৫২. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন- | ঘ) বঙ্কিম চট্রোপাধ্যায় |
| ৫৩. কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো – বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত? | গ) যোগাযোগ |
| ৫৪. মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? | ক) একটি কালো মেয়ের কথা |
| ৫৫. ‘কালো বরফ’ উপন্যাস বিষয়: | ঘ) দেশভাগ |
| ৫৬. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে? | ক) কৃষ্ণচন্দ্র মজুমদার |
| ৫৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা? | খ) রবীন্দ্রনাথ ঠাকুর |
| ৫৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? | খ) মাইকেল মধুসূদন দত্ত |
| ৫৯. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি -চরণ দুটির রচয়িতা কে? | ঘ) মদনমোহন তর্কালঙ্কার |
| ৬০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? | ঘ) বৌদ্ধধর্ম |
| ৬১. শরতের শিশির বাগধারার অর্থ কী? | ক) সুসময়ের বন্ধু |
| ৬২. শিব রাত্রির সলতে – বাগধারটির অর্থ কী? | গ) একমাত্র সন্তান |
| ৬৩. ‘প্রোষিতভ র্তৃকা’- শব্দটির অর্থ কী? | খ) যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে |
| ৬৪. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? | ঘ) রমনীপাদ |
| ৬৫. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়? | “বাতিল করা হয়েছে” |
| ৬৬. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত : | ঘ) বৃন্দাবন দাস |
| ৬৭. বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? | গ) ব্রজবুলি |
| ৬৮. জসীম উদ্দীনের রচনা কোনটি? | ক) যাদের দেখেছি |
| ৬৯. ‘কিন্তু মানুষ্য কখনো পাষাণ হয় না- উক্তিটি কোন উপন্যাসের? | ঘ) বঙ্কিমচন্দ্রের ‘রাজসিংহ’ |
| ৭০. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে? | গ) মাইকেল মধুসূদন দত্ত |
| ৭১. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়েছে? | খ) ১৯২১ সন |
| ৭২. ‘আগুনপাখি ‘ উপন্যাসের রচয়িতা কে? | খ) হাসান আজিজুল হক |
| ৭৩. ‘একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত গানটির সুরকার কে? | গ) আলতাফ মাহমুদ |
| ৭৪. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে? | খ) কারক |
| ৭৫. কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? | ক) ঐচ্চিক – অনাবশ্যিক |
ইংরেজি ভাষা ও সাহিত্য (English Language and Literature)
| প্রশ্ন (Question) | সঠিক উত্তর (Correct Answer) |
| ১২১. Which one of the following words is masculine? | খ) lad |
| ১২২. A man whose wife has died is called a – | খ) widower |
| ১২৩. Which word is similar to ‘appal’? | গ) dismay |
| ১২৪. Which word means the opposite of ‘dearth ‘ ? | খ) abundance |
| ১২৫. Tennyson’s ‘In Memoriam’ is an elegy on the death of – | গ) Arthur Henry Hallam |
| ১২৬. Identify the word which is spelt incorrectly: | ক) consciencious |
| ১২৭. ‘You look terrific in that dress!’ The word ‘terrific’ in the above sentence means – | ক) excellent |
| ১২৮. Someone who is capricious is – | ঘ) known for sudden changes in attitude or behavior |
| ১২৯. Identify the word which remains the same in its plural form: | ক) aircraft |
| ১৩০. Identify the determiner in the following sentence: ‘I have no news for you.” | গ) no |
| ১৩১. A lost opportunity never returns. Here ‘lost’ is a – | ঘ) participle |
| ১৩২. The saying ‘enough is enough’ is used when you want- | খ) something to stop |
| ১৩৩. He ran with great speed. The underlined part of the sentence is a – | খ) adverb phrase |
| ১৩৪. ‘We must not be late, else we will miss the train’ This is a – | ক) compound sentence |
| ১৩৫. Change the voice: ‘Who is calling me?” | গ) By whom am I being called? |
| ১৩৬. An extra message added at the end of a letter after it is signed is called ____ . | খ) postscript |
| ১৩৭. Sweet Helen ‘make me immortal with a kiss’ The sentence has been taken from the play – | গ) Doctor Faustus |
| ১৩৮. ‘What’s in a name? That which we call a rose By any other name would smell as sweet’ – who said this? | ক) Juliet |
| ১৩৯. ‘Man’s love is of man’s life a thing apart, Tis woman’s whole existence.’ This is taken from the poem of – | খ) Lord Byron |
| ১৪০. Who translated the ‘Rubaiyat of Omar Khayyam’ into English? | খ) Edward Fitzgerald |
| ১৪১. ‘Ulysses’ is a novel written by – | ঘ) James Joyce |
| ১৪২. The short story ‘The Diamond Necklace’ was written by – | ক) Guy de Maupassant |
| ১৪৩. ‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Who said this? | খ) Lady Macbeth |
| ১৪৪. ‘Where are the songs of Spring? Aye, where are they? Think not of them, thou hast thy music too.’ -Who wrote this? | গ) John Keats |
| ১৪৫. Who is the central character of ‘Wuthering Heights’ by Emily Bronte? | গ) Heathcliff |
| ১৪৬. ‘The old order changeth, yielding place to new’ This line is extracted from Tennyson’s poem – | ঘ) Morte d’ Arthur |
| ১৪৭. Who has written the poem “The Good Morrow”? | গ) John Donne |
| ১৪৮. ‘Please write to me at the above address’ The word ‘above’ in this sentence is a/an – | খ) adjective |
| ১৪৯. In which sentence is the word ‘past’ used as a preposition? | ঘ) Tania was a wonderful singer, but she’s past her prime. |
| ১৫০. The word ‘sibling’ means- | গ) a brother or sister |
| ১৫১. Fill in the blank: As she was talking, he suddenly broke__, saying, ‘That’s a lie!’ | খ) in |
| ১৫২. Fill in the blank: You may go for a walk if you feel _____ it. | গ) like |
| ১৫৩. ‘The Rape of the Lock’ by Alexander Pope is a/an – | গ) mock-heroic poem |
| ১৫৪. Which of the following is not an American poet? | খ) W.B Yeats |
| ১৫৫. William Shakespeare was born in- | গ) 1564 |
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি (Computer and Information Technology)
| প্রশ্ন (Question) | সঠিক উত্তর (Correct Answer) |
| ১৫৬. H 323 Protocol সাধারণত কি কাজে ব্যবহৃত হয়? | খ) VolP |
| ১৫৭. মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়? | খ) OCR |
| ১৫৮. একটি রিলেশনাল ডাটাবেস মডেলে নিচের কোনটি দ্বারা Relation প্রকাশ করা হয়? | গ) Tables |
| ১৫৯. Bluetooth কিসের উদাহরণ? | ক) Personal Area Network |
| ১৬০. মোবাইল ফোনে কোন Mode এর যোগাযোগ হয়? | গ) Full-duplex |
| ১৬১. Firewall কি protection দেয়ার জন্য ব্যবহৃত হয়? | খ) Unauthorized access |
| ১৬২. TV Remote এর Carrier Frequency-র Range কত? | ঘ) Infrared range এর |
| ১৬৩. নিচের কোনটি Octal number নয়? | ক) 19 |
| ১৬৪. Time-shared OS- এর জন্য কোন sheduling policy সবচেয়ে ভাল? | খ) Round-robin |
| ১৬৫. নিচের কোনটি 52(16) এর বাইনারী রূপ? | ক) 01010010(2) |
| ১৬৬. প্রথম Web browser কোনটি? | খ) WorldWideWeb |
| ১৬৭. Social Networking Site – এ যোগাযোগে কোন media ব্যবহৃত হয়? | ঘ) উপরের সবগুলো |
| ১৬৮. CPU কোন address generate করে? | খ) Logical Address |
| ১৬৯. নিচের কোন প্রােগ্রামটি একটি সম্পূর্ণ কম্পিউটার প্রোগ্রামকে একবারে অনুবাদ ও সম্পাদন করে? | গ) Compiler |
| ১৭০. নিচের কোনটি একই সাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? | গ) Touch Screen |
গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা (Mathematical Reasoning and Mental Ability)
| প্রশ্ন (Question) | সঠিক উত্তর (Correct Answer) |
| ১৭১. ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন? | ঘ) অন্য কোন কারণ আছে |
| ১৭২. নিচের কোনটি অমূলদ সংখ্যা? | “বাতিল করা হয়েছে” |
| ১৭৩. নিচের কোন পূর্ণ সংখ্যাটি ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে? | গ) ৫৮ |
| ১৭৪. পনির ও তপনের আয়ের অনুপাত ৪: ৩। তপন ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ১২০ টাকা হলে, রবিনের আয় কত? | গ) ৭২ টাকা |
| ১৭৫. ৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে- আসলে ৫৫৮ টাকা হবে? | খ) ৪ বছরে |
| ১৭৬. একটি মোটর সাইকেল ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। মোটর সাইকেলের ক্রয় মূল্য – | ক) ৬০০০ টাকা |
| ১৭৭. ((0.9)3+(0.4)3 )/(0.9+0.4) এর মান কত? | ঘ) 0.61 |
| ১৭৮. 3x – 2 > 2x – 1 এর সমাধান সেট কোনটি? | খ) (1,∞) |
| ১৭৯. 6x² – 7x – 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি? | খ) বাস্তব ও অসমান |
| ১৮০. যদি x⁴ – x² + 1 = 0 হয়, তবে, x³ + 1/x³ = কত? | ঘ) ০ |
| ১৮১. xˣ√x = (x√x)ˣ হয়, তবে x এর মান কত? | গ) 9/4 |
| ১৮২. কোন শর্তে logₐ¹ = 0? | ক) a > 0, a ≠ 1 |
| ১৮৩. চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ | MR, PQ = PR হলে, ∠NRP এর মান নিচের কোনটি? |
| ১৮৪. P = {x:x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x:x, 3 এর গুণিতক এবং x≤12 } হলে, P-Q কত? | ক) (ফাঁকা সেট) |
| ১৮৫. cos(nπ/2) অনুক্রমটির চতুর্থ পদ কোনটি? | খ) 1 |
| ১৮৬. ৬ জন খেলোয়ারকে সমান সংখ্যক দুইটি দলে কত ভাবে বিভক্ত করা যায়? | ক) ১০ |
| ১৮৭. শুদ্ধ বানান কোনটি? | ক) অধোগতি |
| ১৮৮. সঠিক বানান কোনটি? | ক) Indwelling |
| ১৮৯. বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী? | খ) ন’ |
| ১৯০. যদি ABC = ZYX হয়, তবে GIVV = ? | গ) TREE |
| ১৯১. ‘UNICEF’ এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? | খ) (প্রতিবিম্ব) |
| ১৯২. রাস্তা সমান করার রোলার সরাবার জন্য সহজ হবে , যদি রোলারকে – | খ) টেনে নিয়ে যাওয়া যায় |
| ১৯৩. .১×.০১×.০০১ = ? | ঘ) ০.০০০০০১ |
| ১৯৪. যদি চ × G = ৮২ হয়, তবে J × ট = ? | ঘ) ১১০ |
| ১৯৫. (চিত্রভিত্তিক প্রশ্ন) | ক) (চিত্র) |
| ১৯৬. (চিত্রভিত্তিক প্রশ্ন) | খ) (চিত্র) |
| ১৯৭. (চিত্রভিত্তিক প্রশ্ন) | ঘ) (চিত্র) |
| ১৯৮. কোন শব্দগুচ্ছ শুদ্ধ? | ঘ) আবশ্যক, মিথস্ক্রিয়া গীতালি |
| ১৯৯. ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন রাখতে হবে? | খ) ১৪০ |
| ২০০. একজন ব্যক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে, ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে? | ঘ) ২০ |

Mostafizur Rahman is a professional content writer at CrawlText, specializing in SEO articles, blog posts, and web copy that drive engagement and conversions. With experience crafting clear, audience-focused content for almost all the niches, he delivers well-researched, optimized pieces on deadline. He combines editorial rigor with keyword strategy to boost traffic, authority, and reader retention across blogs, platforms, and newsletters.
