বিচার – Bichar – Anupam Roy song’s lyric
আমাদের পৃথিবীতে নানা রকমের বিচার ব্যবস্থা আছে। আমাদের দেশেও মানুষ-কে জাস্টিস পাইয়ে দেওয়ার জন্য আইন রয়েছে। কিন্তু দুর্ভাগ্য, বহু মানুষ হয়ত জানেই না সেসব। জানলেও সে আইন প্রয়োগই হয় না এমন বহু উদাহরণ আমরা দেখতে পাই প্রতিদিন। যেমন ধরা যাক আমাদের দেশের মিনিমাস ওয়েজ অর্থ্যাৎ একজন কৃষক অথবা শ্রমিকের প্রতিদিনকার ন্যূনতম পারিশ্রমিক কত হওয়া উচিত সে নিয়ে আইন রয়েছে। কিন্তু হকের মজুরী তারা পাচ্ছে কী?
পৃথিবীর ইতিহাস
দেবতার ইতিহাস
রাজাদের ইতিহাস গো
পৃথিবীর ইতিহাস
যুদ্ধের ইতিহাস
শোষণের ইতিহাস গো
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে
রাজা থাকে সিংহাসনে বসে
সাধারণ মানুষ আঙুল চোষে
অন্যায় দেখলে তুমি চোখ ঢেখে রাখো রে
প্রতিবাদ করলে তুমি জেলের ভেতর থাকো
বিচার তো কোনও দিনই হবে না হবে না…
বিচার তো কোনও দিনই হবে না হবে না…
জাস্টিস বলে কিছু পাবে না
এসব নিয়ে কিছুদিন আগে মহাশ্বেতা দেবীর কিছু গল্প পড়ছিলাম। বসাই ট্রুডু, দ্রৌপদী মেঝেন এদের জীবনের গল্পগুলো পড়লে শিওরে ওঠতে হয়। আমাদেরই দেশের নাগরিক কিন্তু কী তাদের বেঁচে থাকা। অস্ত্র ধরলেই তাদের দাগিয়ে দেওয়া হয় কথনও মাওবাদী নকশাল বলে। পুলিশ এনকাউন্টার হয়। মহিলাদেরকে আমাদের দেশের পুলিশরাই ধর্ষণ করে।
পৃথিবীর ইতিহাস
পুরুষের ইতিহাস
মালিকের ইতিহাস গো
মালিক যা পারে তা
তুমি তো পারবে না
এ এ-কথা মেনে নাও গো
আমি কোনও পন্থী হতে চাই না
দেখি আমি democracy-র আয়না
আমি কোনও পন্থী হতে চাই না
দেখি আমি democracy-র আয়না
মাওবাদী বলছ যাকে সে তো মাওকে চেনেই না
রাষ্ট্রের গুলি খেয়ে বাঁচবে সেতো প্রাণে না।
বিচার তো কোনও দিনই হবে না হবে না…
বিচার তো কোনও দিনই হবে না হবে না…
জাস্টিস বলে কিছু পাবে না
এল বান এলো রে
গেল সব গেলো রে
এবার কী হবে মানুষের?
ভগবান ভগবান ডাকে সব পালোয়ান
ভগবান কোথায় গেল রে?
রাষ্ট্র, পার্টি কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না
রাষ্ট্র, পার্টি কাউকে খুঁজে পাবে না
কৃষ্ণ বলে সঙ্গে কেউ-ই যাবে না
রাজারা সব রকেট চেপে অন্যগ্রহে পালাবে
তুমি ফ্যালফ্যাল করে তাকাবে
বিচার তো কোনও দিনই হবে না হবে না…
বিচার তো কোনও দিনই হবে না হবে না…
জাস্টিস বলে কিছু পাবে না