পোল্ট্রি মুরগীর খামার স্থাপনের সরকারি নিয়ম
মুরগির বাণিজ্যিক খামার স্থাপনে শর্তাবলী [বিধি-১৮]
১. একটি বাণিজ্যিক খামার হতে আরেকটি বাণিজ্যিক খামারের দূরত্ব কমপক্ষে ২০০ মিটার হতে হবে।
২. কন্ট্রোল বা ওপেন সিস্টেম হাইজ থাকতে হবে।
৩. ওপেন হাইজের ক্ষেত্রে সেড থেকে সেডের দূরত্ব ৪৫ ফিট হতে হবে।
৪. বাজারজাত করার সময় প্রাণিসম্পদ কর্মকর্তার থেকে জনস্বাস্থ্যের ক্ষতি হবে না এই মর্মে সনদ নিতে হবে।
৫. খামারের স্থান উচ্চ, শুষ্ক ও জলাবদ্ধতা মুক্ত হতে হবে।
৬. লোকালয়ে কোনো দুর্গন্ধ বা অসুবিধার সৃষ্টি করতে পারবে না।
৭. খামার দূষণমুক্ত পরিবেশে থাকতে হবে।
৮. অসুস্থ মুরগির চিকিৎসার জন্য পৃথক সেডের ব্যবস্থা করতে হবে।
৯. খামারে লোকজন বা যানবাহন প্রবেশে নিয়ন্ত্রনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত ফুটবাথ, জ্যাকেট ও বুটের ব্যভস্থা করতে হবে।
১০. চিকিৎসা ও ঔষধপত্রের ব্যবস্থা থাকতে হবে।
১১. খামারে রোগাক্রান্তের হার, লক্ষণ, প্রাদুর্ভাবের সময় চিকিৎসা, পোস্টমর্টেম পরীক্ষার রিপোর্ট ও অন্যান্য পরীক্ষার ফলাফলসহ রোগ সংক্রান্ত রেকর্ড সংরক্ষণ থাকতে হবে। কোন প্যারেন্ট স্টক বা খামার হতে বাচ্চা সংগৃহীত তার রেকর্ড সংরক্ষণ থাকতে হবে।
১২. মৃত বার্ড ডিসপোজালের জন্য কমপক্ষে পিট থাকতে হবে। লিটার ম্যানেজমেন্টের জন্য কম্পোস্ট সিস্টেম থাকতে হবে। মৃত মুরগি পিটে ফেলতে হবে।
১৩. খামারে উন্নত বায়ো-সিকিউরিটি অণুসরন করতে হবে।
১৪. আবাসিক বাড়ির ভিতরে বাণিজ্যিক খামার স্থাপন করা যাবে না।
১৫. খামার নিবন্ধনকৃত হতে হবে।
আরো বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: dls.gov.bd